মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে

প্রধান উপদেষ্টার কাতার সফরে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ব‌লে‌ছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে।

সোমবার (২১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, কাতারে আমাদের শ্রমবাজার ও ভিসা ইস্যু নিয়ে যে সমস্যা আছে, সেগুলো নিয়ে আলোচনা হবে।

কাতার থেকে এলএনজি আমদানি নিয়ে আলোচনার বিষ‌য়ে উপদেষ্টা বলেন, এটা নিয়ে আমি বলতে পারব না। যারা এলএনজি আমদানি করতে চায়, তারা বলতে পারবে।

সফর শেষে ঢাকায় ফিরে বিস্তারিত তথ্য জানা‌বেন ব‌লে সাংবা‌দিক‌দের ব‌লেন উপ‌দেষ্টা।

আর্থনা সম্মেলনে যোগ দিতে চার দিনের সফরে আজ রা‌তে কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের সফরটি সম্মেলনে যোগ দেওয়ার উপলক্ষ্য হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা। এক্ষেত্রে তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) নিরবচ্ছিন্ন আমদানি, নতুন কর্মীর কর্মসংস্থান ও বাংলাদেশে আশ্রয় নেওয়া কিছু রোহিঙ্গাকে কাতারে পুনর্বাসনের অনুরোধ জানাতে পারে বাংলাদেশ।

পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান ও দে‌শের চারজন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতার যাচ্ছেন।

প্রসঙ্গত, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর গত বছরের ৮ আগস্ট অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসর সফর করেন।

চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (উব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। 

এরপর মার্চে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সফরে চীন যান অধ্যাপক ইউনূস। সবশেষ, এপ্রিলে থাইল্যান্ড সফর করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ