বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬


৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাজশাহী বিভাগের পল্লী এলাকায় সড়ক সম্প্রসারণ ও উন্নয়নের লক্ষ্যে সরকার ৬ষ্ঠ 'বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক' ইস্যু করতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপ-গভর্নর ড. মোঃ কবির আহাম্মদের সভাপতিত্বে শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত হয়, ‘রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (RDIRWSP)’ প্রকল্পের বিপরীতে Istisna’a ও Ijarah পদ্ধতিতে ২ হাজার কোটি টাকার সাত বছর মেয়াদি এই সুকুক ইস্যু করা হবে।

‘RDIRWSP Socio-Economic Development Sukuk’ নামের এ সুকুকের মাধ্যমে রাজশাহীর ৮টি জেলার ৬৫টি উপজেলায় আধুনিক সড়ক অবকাঠামো গড়ে তোলা হবে। এতে সড়ক নিরাপত্তা ও ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, কৃষি ও অকৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত হবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মে ২০২৫ মাসেই এই সুকুক ইস্যুর পরিকল্পনা রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ