আগামী ৩ মে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক মুফতী খলিল আহমদ কাসেমী।
তিনি বলেন, এই মহাসমাবেশ কুরআন-সুন্নাহবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা-বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা, সকল মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলাসহ সকল গণহত্যার বিচার এবং ভারতে ও ফিলিস্তিনে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হাটহাজারী মাদরাসার মহাপরিচালক বলেন, শহীদের রক্তে গড়া সংগঠন হেফাজতে ইসলাম এর এই আহ্বানে সাড়া দিয়ে মহাসমাবেশকে সফল করা দেশের আপামর তৌহিদী জনতার ঈমানী দায়িত্ব বলেই আমি মনে করি। তাই দেশপ্রেমিক ও ধর্মভীরু সকল মুসলমানদেরকে শনিবারের মহাসমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
এসএকে/