শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন গুম হওয়া মুফতি শাইখুল ইসলামের সন্ধান চায় তার পরিবার ‘দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের অবস্থান এক হওয়া উচিত’

যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: হাসনাত আবদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুমা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনার সময় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা পালিয়ে গেছে, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই।”

বৃহস্পতিবার (১ মে) তিনি বলেন, “আওয়ামী লীগের বিচার নিশ্চিত, রেজিস্ট্রেশন বাতিল এবং বিচারিক প্রক্রিয়া চলাকালীন তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে আগামী ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিল করব। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজ আমরা লিফলেট বিতরণ করছি।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “আওয়ামী লীগ শুধু গণহত্যায় নয়, ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলা চত্বরের হত্যাকাণ্ড, তারপর হচ্ছে বিচারব্যবস্থার মাধ্যমে পরিকল্পিত হত্যা—জুডিশিয়ারি কিলিং।আমরা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। এছাড়াও মোদি-বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে ভারতের আগ্রাসনের পথ উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। সর্বশেষ তিনটি নির্বাচনে—আমি ভার্সেস ডামি, মিডনাইট নির্বাচন এবং আনকনটেস্টেড নির্বাচনের মাধ্যমে যেভাবে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে এবং জুলাইয়ের গণবিস্ফোরণে ইচ্ছাকৃতভাবে ছাত্র ও সাধারণ জনতার ওপর যেভাবে হত্যা চালানো হয়েছে—এসবের প্রেক্ষিতে আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক দল নয়।”

তিনি বলেন, “আওয়ামী লীগ এখন নাৎসি পার্টির মতো আচরণ করছে। একটা কথা মনে রাখতে হবে—আওয়ামী লীগের স্বাভাবিক কোনো পতন হয়নি, তারা কোনো নির্বাচনে পরাজিত হয়নি, বরং গণবিস্ফোরণের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে। যে রাজনৈতিক দল পালিয়ে গেছে, সে দল আর কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে অংশ নিতে পারে না। সেই জায়গা থেকে আমরা বলছি—আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, দলটির রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এবং সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”

তিনি জানান, এসব দাবির ভিত্তিতেই আগামী ২ মে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাদ জুমা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, যার অংশ হিসেবে আজ তারা লিফলেট বিতরণ করেছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ