দেশের খ্যাতনামা আলেম, প্রাজ্ঞ শিক্ষাবিদ আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর কবর জিয়ারত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ।
সফরের একপর্যায়ে তিনি চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া পরিদর্শন করেন। সেখানে কিছু সময় অবস্থান করেন এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
শায়েখে চরমোনাই মাদ্রাসার পরিবেশ, শিক্ষাব্যবস্থা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি দেশ, জাতি ও উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ইসলামী শিক্ষা প্রসারে দোয়া করেন। তার আগমন উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও আবেগঘন পরিবেশ।
প্রসঙ্গত, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) ছিলেন বাংলাদেশের ইসলামী শিক্ষাজগতে এক উজ্জ্বল নক্ষত্র, যিনি দীর্ঘকাল চট্টগ্রাম ও দেশের বিভিন্ন অঞ্চলে দ্বীনি শিক্ষা ও দাওয়াহর খেদমতে নিয়োজিত ছিলেন।
এসএকে/