শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হামাসের হাতে বন্দী নারীর মুখে ফিলিস্তিনী যুদ্ধাদের ভুয়সী প্রশংসা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

।।জহিরুল ইসলাম।।

দখলদার ইসরায়েল আর মুক্তিকামী হামাসের মধ্যে চলছে ভয়াবহ যুদ্ধ। গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলি মিডিয়াগুলো হামাসের বিরুদ্ধে সরবরাহ করছে যতসব মিথ্যা তথ্য। হামাসের মুক্তিযোদ্ধাদের সন্ত্রাস আখ্যা দিয়ে তাদের দিকে ছুড়ে দিচ্ছে এমন সব অভিযোগের তীর, যেগুলোতে ইস রা য়েল লিপ্ত রয়েছে দীর্ঘ পঁচাত্তর বছর ধরে। ইস রা য়েলি মিডিয়াগুলোর মিথ্যার ভিতকে কাঁপিয়ে দিয়ে এবার সামাজিক গণমাধ্যমে প্রকাশিত হলো অভূতপূর্ব এক ভিডিও। সেই ভিডিওতে কথা বলেছেন হামাসের হাতে বন্দী হয়ে পরবর্তী সময়ে মুক্তি পাওয়া এক ইসরায়েলী নারী। ভিডিওতে ওই নারী তার মুক্তি পাওয়ার বর্ণনা দিতে গিয়ে বলেন, হামাস যোদ্ধাদের সাথে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম,  তখন আমার ছোট্ট ছেলে নেগেভ ছিল তাঁদের একজনের কাঁধে। আর মেয়ে এশেল ছিল আমার কোলে।

বিস্ময় প্রকাশ করে ইসরায়েলি নারী বলেন, যে সুরক্ষিত ঘরে তারা আমাকে এবং আমার দুই শিশুকে রেখেছিল, সেখান থেকে বের করার সময় তাঁরা আমার প্রতি সম্মান দেখিয়ে কিছু কাপড় দেয়; যেন আমি আমার দেহাবয়ব পুরোপুরি আবৃত করে নেই। এরপর তাঁরা আমাকে আমার বাড়িতে ফিরে যেতে বলে।

ফিরে আসার কথা বর্ণনা করতে গিয়ে আবেগাপ্লুত ওই নারী কেঁদে কেঁদে বলেন, নিরাপত্তা প্রাচীরের ওপাশে আমি ছিলাম গা জার উপকণ্ঠে। শহরের বাড়িগুলো ছিল আমার সামনে। এখানেই তাঁরা আমার ছেলেকে কাঁধ থেকে নামিয়ে আমাদের ঘরে ফিরে যেতে বলে। এভাবে আমরা নিরাপদে ফিরে এসেছি।

ওই নারী আরও বলেন, তারা আমার কাছে ভিড়েনি কখনোই। আমাকে বিশেষ নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি খুব শান্তভাবে আমার ঘরে ফিরে এসেছি। তাঁদের কথায় আমি আশ্বস্ত ছিলাম যে, বাড়িতে ফিরতে পারব।
সূত্র: আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ