রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে  অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস

ফিলিস্তিনি হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রে শিশু খুন!


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ইজরায়েল-হামাস সংঘাতের প্রভাব পড়ল আমেরিকায়। সে দেশে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ বছরের এক শিশুকে ২৬ বার কুপিয়ে খুন করেছে ৭১ বছরের এক বৃদ্ধ। অভিযুক্তের হাতে ছুরিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলাও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই মহিলা নিহত শিশুটির মা।

এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দেশে হিংসার কোনও স্থান নেই। এই ধরনের ঘটনা আমাদের মৌলিক মূল্যবোধের বিরোধী।

আমেরিকার ইলিনয় প্রদেশের শেরিফ অফিসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত বৃদ্ধের বাড়িতে নিহত শিশুটিকে নিয়ে ভাড়া থাকতেন আহত মহিলা। প্রাথমিক তদন্তের পর মূল অভিযুক্ত, ৭১ বছর বয়সি জোসেফ জুবা এবং তার এক সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

শিশুটিকে কোপাতে শুরু করার পর, মহিলা কোন রকমে পুলিশের জরুরি নম্বরে ফোন করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে, একটি চেয়ারে বসে রয়েছেন খুনে অভিযুক্ত বৃদ্ধ।

মহিলার অভিযোগ, তার এবং ওই শিশুর ধর্মীয় পরিচয়ের কথা উল্লেখ করে অভিযুক্ত বলেন, “তোমাদের মরাই উচিত।”

ঘটনার বীভৎসতার উল্লেখ করে পুলিশ জানায়, ময়নাতদন্তে শিশুটির গোপনাঙ্গ থেকে সাত ইঞ্চির একটি ব্লেড উদ্ধার করেছেন চিকিৎসকেরা।

মূলত হামাস ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে তারা ফিলিস্তিনিকে সমর্থন করায় এ হামলার শিকার হয়েছেন।

সূত্র: পার্সটুডে

এনএ-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ