শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

হামাসের পরিচর্যা ও সেবায় উচ্ছসিত ইসরায়েলি বন্দীরা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

|| জহিরুল ইসলাম ||

গতকাল সোমবার (১৬ অক্টোবর) হা মা স আন্দোলনের সামরিক শাখা ‘ইজ্জুদ্দীন আল কাস্যাম ব্রিগেড’ইসরায়েলি বন্দীদের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় যে, একজন বন্দীর ডান হাতে বড় ধরণের অপারেশন করা হয়েছে। হা মা সের সৈন্যরা তার হাতে ব্যান্ডেজ মুড়িয়ে দিচ্ছেন।

ভিডিওটিতে ইস রা য়েলি লোকটি নিজের পরিচয় তুলে ধরে বলেন, তার বয়স ২১ বছর। হা মা স সৈন্যদের সেবা আর আচরণে মুগ্ধ হয়ে ওই বন্দী বলেন, তারা আমাকে পরিপূর্ণ সেবা দিয়ে যাচ্ছেন। আমার হাতে দীর্ঘ তিন ঘণ্টা সময় ব্যয় করে অপারেশন করেছেন। আমার যথোপযুক্ত পরিচর্যা ও ঔষধপত্রের ব্যবস্থা করেছেন। দখলদার ইসরায়েল বাহিনী যখন গাজার হাসপালগুলো বন্ধ করে দিয়েছে,  রোগীদের ওপর হামলা চালাচ্ছে, নিষ্পাপ শিশুদের রাইফেলের টার্গেট বানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে প্রতিপক্ষ হা মা স সৈন্যদের এমন অনুপম আচরণে বিস্ময়াভিভূত হয়েছে গোটা দুনিয়া।

ক্লিপটি প্রকাশের কয়েক মিনিট আগে, আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছিলেন যে, ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে বন্দী ইসরায়েলিদের সংখ্যা ২০০ থেকে ২৫০ এর মতো। এরমধ্যে আল কাস্যামে প্রায় ২০০ বন্দী রয়েছে। আর এবং বাকিরা অন্যান্য শাখার কাছে রয়েছে। 

উল্লেখ্য যে, হা মা স একটি মুক্তিকামী ইসলামী সংগঠন। যুদ্ধক্ষেত্রে তারা পূর্ণাঙ্গ ইসলামী নীতিমালা মেনে চলার চেষ্টা করছে। ইসলামী যুদ্ধনীতিতে নিরপরাধ, বয়োবৃদ্ধ, নারী, শিশু ও দুর্বলের ওপর হামলা নিষিদ্ধ।

সূত্র: আল জাজিরা

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ