সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করুন: সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ দাওয়াত ও তাবলিগের নীরব বিপ্লব ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য-কানাডা ও অস্ট্রেলিয়া গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়? ঢাবির হল রিডিংরুমে বসছে এসি, সংস্কার হবে ক্যান্টিনও: ডাকসু জিএস ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসা ছাত্রী, অভিযুক্ত জামায়াতকর্মী গ্রেপ্তার. ইসলামকে একটি বার সুযোগ দেওয়ার অনুরোধ শায়খে চরমোনাইয়ের

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যা বললেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসরের রাজধানী কায়রোয় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে মঙ্গলবার হামাস বলেছে, তারা যুদ্ধবিরতি ও পণবন্দী মুক্তির বিনিময়ে ইসরাইলে আটক ফিলিস্তিনি বন্দীদের ছেড়ে দেয়ার প্রস্তাব পর্যালোচনা করছে।

এদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়ুভ গ্যালান্ট বলেছেন, এখনই চুক্তি করার সময়।

তিনি মঙ্গলবার ইসরাইলি সেনা নিয়োগকারীদের বলেছেন, ‘আমি মনে করি হামাসের সাথে চুক্তির জন্য আমরা একটি যথাযথ সময়ে আছি।’

এদিকে গাজা যুদ্ধের সাত মাস হতে চলল। যুদ্ধ বন্ধ ও চুক্তিতে সম্মত হতে ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও চাচ্ছে ইসরাইল যুদ্ধবিরতিতে সম্মত হোক এবং গাজার দক্ষিণে রাফায় কোনো অভিযান না চালাক।

যুদ্ধবিরতির আলোচনার সাথে সম্পর্কিত ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, হামাস প্রস্তাব বিবেচনা করে দেখছে। প্রস্তাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং হামাসের কাছে আটক ইসরাইলি পণবন্দীদের মুক্তির বিনিময়ে ৯০০ ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেয়ার বিষয় রয়েছে।

এদিকে আলোচনার মধ্যেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে সৈন্য পাঠানোর তারিখ নির্ধারণ করা হয়েছে।

এরপরই এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্বের বিভিন্ন দেশ।

মার্কিন পররাষ্ট্র দফতর বলেছে, এ অভিযান ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং শেষ পর্যন্ত ইসরাইলের নিরাপত্তার ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে।

এছাড়া ফ্রান্স, মিসর ও জর্ডান এ অভিযান নিয়ে ইসরাইলকে সতর্ক করে বলেছে, এর পরিণাম হবে ভয়াবহ।

একই সাথে এই তিন দেশের নেতারা গাজায় ত্রাণ সরবরাহ ব্যাপকভাবে বাড়ানোরও আহ্বান জানিয়েছেন।

সূত্র : বাসস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ