বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

মসজিদ আল-আকসা চত্বরে নাচ-গানের অনুমতি দিল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের ঐতিহাসিক মসজিদ আল-আকসা চত্বরে ইহুদি ধর্মীয় বসতি স্থাপনকারীদের নাচ-গান এবং বাধাহীন ঘোরাফেরার অনুমতি দিয়েছে ইসরাইল সরকার। ইসরাইলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গেভিরের নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বৃহস্পতিবার ইসরাইলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। ইসরাইলভিত্তিক চ্যানেল সেভেনের খবরে বলা হয়, এই প্রথমবারের মতো পবিত্র আল-আকসা চত্বরে ইহুদি দর্শনার্থীদের গান, নাচ এবং অবাধ ঘোরাফেরার অনুমতি দেওয়া হলো।

সরকারি সূত্র জানিয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন-গেভিরের প্রণীত নতুন নীতির আওতায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বেন-গেভির নিজেও একজন অবৈধ বসতি স্থাপনকারী এবং ইসরাইলের কট্টর ডানপন্থি রাজনৈতিক দল ‘জিউইশ পাওয়ার পার্টি’র শীর্ষ নেতা। তিনি বর্তমানে ইসরাইলের স্বরাষ্ট্র ও পুলিশ বিষয়ক দায়িত্বে রয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, আল-আকসা চত্বরে সঙ্গীত ও নাচের অনুমতি longstanding আইন ও ধর্মীয় বিধিনিষেধের সরাসরি লঙ্ঘন। চ্যানেল সেভেনের খবরে আরও বলা হয়, তিন সপ্তাহ আগে বেশ কয়েকটি ইহুদি ধর্মীয় সংস্থা আল-আকসা চত্বরে প্রবেশাধিকারের ব্যাপারে দাবি নিয়ে বেন-গেভিরের সঙ্গে সাক্ষাৎ করে। ওই বৈঠকের পরই তিনি এই সিদ্ধান্ত নেন।

বৈঠকে বেন-গেভির বলেন, “আমি চাই পুরো আল-আকসা চত্বরে সঙ্গীতের ধ্বনি বেজে উঠুক।”

ইতোমধ্যে আল-আকসা চত্বরে দায়িত্বরত ইসরাইলি পুলিশ বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে। বলা হয়েছে, সেখানে সঙ্গীত, নৃত্য কিংবা দর্শনার্থীদের ঘোরাফেরায় যেন কোনো বাধা সৃষ্টি না করা হয়।

তবে ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, বেন-গেভির ২০২২ সালে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী হওয়ার পর থেকেই আল-আকসা চত্বরে ইহুদি বসতি স্থাপনকারীদের আইন লঙ্ঘনের ঘটনা বেড়েছে বলে অভিযোগ রয়েছে।

ঐতিহাসিকভাবে আল-আকসা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামের প্রাথমিক যুগে মুসলমানদের প্রথম কেবলা ছিল এই মসজিদ। পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা চত্বর ও আশপাশের এলাকা ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে ইসরাইলের দখলে রয়েছে। ১৯৮০ সালে পুরো পূর্ব জেরুজালেম ইসরাইল দখল করে নেয়, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এখনো পূর্ব জেরুজালেমকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ