বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী

১২ দিন পর খোলা হল আল-আকসা, ৪৫ হাজার মুসল্লির জুমা আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সাথে সংঘাতের অজুহাতে ইহুদি দখলদার বাহিনী কর্তৃক আল-আকসা মসজিদ ১২ দিন বন্ধ থাকার পর পুনরায় খোলা হয়েছে। অবরোধ ও বিধিনিষেধ সত্ত্বেও প্রায় ৪৫,০০০ মুসল্লি একত্রে জুমার নামাজে অংশ নেন।

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস কর্তৃপক্ষ ঘোষণা করেছে, প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আল-আকসা মসজিদ পুনরায় খুলে দেওয়ার পর, ইসরায়েলি দখলদার বাহিনীর কঠোর সামরিক ব্যবস্থা এবং বিধিনিষেধ সত্ত্বেও, প্রায় ৪৫,০০০ মুসল্লি আল-আকসা মসজিদের আঙিনায় জুমার নামাজ আদায় করেছেন।

ইরানের সাথে সামরিক উত্তেজনা বৃদ্ধির কারণ দেখিয়ে দখলদার কর্তৃপক্ষ গত মঙ্গলবার সন্ধ্যায় আল-আকসা মসজিদটি পুনরায় খোলার আগে সেখানে নামাজ নিষিদ্ধ করে এবং বন্ধ করে দেয়

দখলদার বাহিনী কঠোর বিধিনিষেধ আরোপ করতে থাকে এবং জেরুজালেমের পুরাতন শহরের প্রবেশপথ এবং আল-আকসা মসজিদের দরজা, বিশেষ করে বাব আল-আমুদ এবং বাব আল-আসবাত, কঠোর পরিদর্শনের আওতায় রাখা হয়।

স্থানীয় সূত্র জানিয়েছে যে, দখলদার বাহিনী শত শত ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেয় এবং এর গেটের কাছে বেশ কয়েকজন যুবক এবং একজন মহিলাকে গ্রেপ্তার করে

ওয়াদি আল-জাওজ এবং বাব আল-আসবাত সংলগ্ন এলাকায় পার্ক করা নামাজীদের গাড়ির উপরও জরিমানা আরোপ করা হয়েছে।

জুমার খুতবার সময়, দখলদার বাহিনী ডোম অফ দ্য রকের কাছে এক যুবককে গ্রেপ্তার করে। তারা আল-আকসা মসজিদের একজন রক্ষী আরাফাত নাজিবকেও গ্রেপ্তার করে, যাকে পরে এক সপ্তাহের জন্য মসজিদে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এই লঙ্ঘন সত্ত্বেও, হাজার হাজার জেরুজালেমবাসী এবং ফিলিস্তিনি গ্রিন লাইনের ভেতর থেকে আল-আকসা মসজিদে নামাজ পড়ার জন্য ভিড় জমান, ধর্মীয় অধিকারের প্রতি আনুগত্য এবং আল-আকসা মসজিদের উপর ইসলামী সার্বভৌমত্বকে ক্ষুণ্ন করার লক্ষ্যে দখলদারদের কর্মকাণ্ড প্রত্যাখ্যানের বার্তা পাঠান।

সূত্র: ইকনা নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ