শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২১ রজব ১৪৪৭

শিরোনাম :
মাওয়া এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে বাসের ভেতরে মোটরসাইকেল, নিহত ২ রাজধানীতে ভয়াবহ গ্যাস সংকট, কেন ঢাকার বহু এলাকায় গ্যাস নেই? আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে: ফাওজুল কবির খান স্বপ্নেই চিনেছিলেন সন্তানের কবর, ডিএনএ মিলল সেই গাছের নিচেই ভারতে এবার পশু চুরির অপবাদে মুসলিম ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘রেমিট্যান্স যোদ্ধাদের গাইডলাইন’ কর্মশালা অনুষ্ঠিত হাসনাতের মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে আবেদন বিএনপি প্রার্থীর একপক্ষীয় নির্বাচনের শঙ্কা দেখা দিয়েছে: পীর সাহেব চরমোনাই সিরাজগঞ্জে রেললাইনে কাঠ দিয়ে জোড়াতালি আইনুল হক কাসিমীসহ গ্রেপ্তার আলেমদের অবিলম্বে মুক্তি দাবি

আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে উজবেকিস্তানের প্রতিশ্রুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ উজবেকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আখরর বুরখানভ এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘সুপ্রতিবেশীসুলভতা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’

তিনি জানান, ২০২৪ সালে কাবুল ও তাসখন্দের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এর পাশাপাশি দুই দেশের মধ্যে ২.৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আফগানিস্তানে বিদ্যুৎসহ প্রয়োজনীয় সম্পদ সরবরাহে উজবেকিস্তান উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।

মুখপাত্র আরও বলেন, আফগানিস্তানের ভেতর দিয়ে নির্মাণাধীন ট্রান্স-আফগান রেলওয়ে প্রকল্প দেশটিকে একটি আঞ্চলিক বাণিজ্য ও ট্রানজিট হাবে পরিণত করতে পারে। এই উদ্যোগ মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ বৃদ্ধির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।

কূটনৈতিক দিক থেকেও তাসখন্দ আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখেছে জানিয়ে বুরখানভ বলেন, ‘আমরা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থার পক্ষে এবং দেশটির আন্তর্জাতিক কাঠামোতে সম্পৃক্ততার ধারাকে সমর্থন করি।’

তিনি আরও বলেন, আফগানিস্তানে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পথে উজবেকিস্তান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং আঞ্চলিক নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকে ইসলামিক আমিরাতের উত্থানের পর থেকে উজবেকিস্তান ও আফগানিস্তানের সম্পর্ক বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পূর্বের চেয়ে অনেক বেশি সুদৃঢ় হয়ে উঠেছে।

সূত্র: উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ