যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফের লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার দক্ষিণ লেবানের বিভিন্ন স্থানে চালানো এসব হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দক্ষিণাঞ্চলীয় টায়ার জেলায় একটি যাত্রীবাহী যান লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় একজন নিহত হন। এ ছাড়া দেবাল শহরের টায়ার জেলায় আরও একটি হামলায় নিহত হন দুইজন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ওই হামলা ছিল একটি বাড়িকে লক্ষ্য করে।
ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ সদস্যরা। একটি বিবৃতিতে জানানো হয়, সীমান্তঘেঁষা বিন্ত জাবেইল এলাকায় ‘সন্ত্রাসী সংগঠন পুনর্গঠনের প্রচেষ্টায়’ জড়িত হিজবুল্লাহর একজন কমান্ডারকে তারা হত্যা করেছে। তবে ওই হামলার সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে কিছু জানায়নি তারা।
উল্লেখ্য, ইসরায়েল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত বন্ধে ২০২৪ সালের নভেম্বরে একটি যুদ্ধবিরতি চুক্তি সই হয়। চুক্তির আওতায় হিজবুল্লাহকে ইসরায়েল সীমান্ত থেকে অন্তত ৩০ কিলোমিটার (২০ মাইল) দূরে লিতানি নদীর ওপারে সরে যেতে বলা হয়। সেখানে লেবাননের সেনাবাহিনী ও জাতিসংঘ শান্তিরক্ষীরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে ধার্য করা হয়।
অন্যদিকে, চুক্তি অনুযায়ী ইসরায়েলেরও লেবানন থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার করার কথা। কিন্তু দেশটি এখনও পাঁচটি কৌশলগত এলাকায় সেনা মোতায়েন রেখেছে।
ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহকে পুরোপুরি নিরস্ত্র না করা পর্যন্ত তারা অভিযান অব্যাহত রাখবে।
সূত্র: আল-আরাবিয়া, এএফপি
এসএকে/