শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

সৌদি আরবে জমি কেনার সুযোগ, আবেদনের শেষ তারিখ যেদিন  


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানী রিয়াদে বাসিন্দাদের জমি ক্রয়ের জন্য রিয়েল স্টেট ব্যালেন্স প্লাটফর্ম উন্মোচন করেছে সৌদি আরবের রিয়াদ সিটির দ্য রয়েল কমিশন। চলতি বছরের শুরুতে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জমি ক্রয় সংক্রান্ত এক নির্দেশনার অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এতে বাসিন্দারা কম মূল্যে জমি ক্রয় করতে পারবেন। 

দ্য রয়েল কমিশন (আরসিআরসি) জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বার্ষিক ১০ হাজার থেকে ৪০ হাজার প্লট বরাদ্দ করা হবে। যার প্রতি স্কয়ার মিটারের দাম উঠবে ১৫০০ রিয়াল বা ৪০০ ডলার।

এছাড়া জমি ক্রয়ের জন্য আবেদনকারীকে অবশ্যই সৌদির নাগরিক হতে হবে এবং বিবাহিত থাকতে হবে অথবা বয়স অন্তত ২৫ বছর হতে হবে। একই সঙ্গে রিয়াদে অন্তত ৩ বছর বসবাস করতে হবে এবং অন্য কোনো সম্পত্তি থাকা যাবে না। আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের মধ্যে থেকে বাছাইকৃতদের জমি দেওয়া হবে এবং এর ওপর ভবন নির্মাণের জন্য ১০ বছর সময় দেওয়া হবে। এ ছাড়া এ সময়ের মধ্যে জমি বিক্রি বা মালিকানা পরিবর্তন করা যাবে না। তবে নির্মাণকাজে অর্থের জন্য জমি বন্ধক রাখা যাবে।

আবেদনের জন্য তাদের মূল প্ল্যাটফর্ম হলো (tawazoun.rcrc.gov.sa)। এছাড়া তাদের কোনো প্রতিনিধি নেই।

সূত্র: আরব নিউজ

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ