শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ায় বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে গাজায় নিহত সাংবাদিকদের স্মরণে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দক্ষিণ ব্যাংক এলাকায় সরকারি সম্প্রচারকারী এবিসি’র অফিসের বাইরে প্রায় ৪০০ জন বিক্ষোভকারী অংশ নেন।  

‘এবিসি স্টপ সাইলেন্সিং প্যালেস্টাই – র‍্যালি অ্যান্ড মার্চ’ শিরোনামে এই বিক্ষোভের আয়োজন করে ব্রিসবেনের ‘জাস্টিস ফর প্যালেস্টাইন ম্যাগান-ডজিন’ নামের সংগঠন। অনেক বিক্ষোভকারী ‘প্রেস’ লেখা ভেস্ট পরে আসেন, যাতে নিহত সাংবাদিকদের নাম উল্লেখ করা হয়েছে।

এছাড়াও, একজন অংশগ্রহণকারী এবিসি-কে গাজায় নিহত সাংবাদিকদের তালিকা প্রদান করেন।  

বিক্ষোভকারীরা সংবাদমাধ্যমগুলিকে আরও ব্যাপকভাবে যুদ্ধের খবর প্রচার করার আহ্বান জানান। 

সংগঠনটি তাদের ফেসবুক ইভেন্টে লিখেছে, এবিসি, আপনি লুকাতে পারবেন না, আপনি গণহত্যা লুকাচ্ছেন। এবিসি তাদের প্রতিবেদনে গণহত্যার জন্য কেবল মুখের কথা বলাটা বন্ধ করুক। ইসরায়েল সাংবাদিকদের গাজায় প্রবেশ করতে দেয় না এবং বিশেষভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালায়। অক্টোবর ২০২৩ থেকে ২৭০ এর বেশি ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিহত সাংবাদিকের সংখ্যার চেয়ে চার গুণ বেশি। 

সংগঠনটি আরও অভিযোগ করেছে, এবিসি কর্মচারী অ্যান্টোইনেট লাত্তুফের ‘অন্যায় বরখাস্ত’ প্রক্রিয়ার মাধ্যমে একটি কঠোর সামাজিক যোগাযোগ নীতি প্রবর্তন করেছে, যা ব্যক্তিগত প্ল্যাটফর্মে কর্মীদের বাক স্বাধীনতায় প্রভাব ফেলতে পারে। লাত্তুফ জুন মাসে আদালতে জয়লাভ করেন, যেখানে বলা হয়, তিনি ২০২৩ সালের ডিসেম্বর গাজার যুদ্ধ নিয়ে একটি সামাজিক যোগাযোগ পোস্টের কারণে অন্যায়ভাবে বরখাস্ত হয়েছিলেন। 

বিক্ষোভকারীরা উল্লেখ করেছেন, এটি আমাদের পাবলিক ব্রডকাস্টার, যার বার্ষিক বাজেট এক বিলিয়ন ডলার, যা তার নিজের কর্মীদের বাক স্বাধীনতার অধিকারকে সীমিত করার পরিবর্তে ইসরায়েলি প্রচারণা প্রচারের সঙ্গে নিজস্ব অংশীদারিত্ব নিয়ে পরীক্ষা করবে না। 

সূত্র: আনাদোলু

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ