সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মরক্কোতে হাজারো মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার মরক্কোর বন্দরনগরী তাংজিয়ারে হাজারো মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বিপুল জনতা ফিলিস্তিনি ও মরক্কোর পতাকা হাতে মিছিল করছে।

এদিকে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা গাজার গণহত্যার নিন্দা জানিয়ে স্লোগান দিচ্ছে এবং ইসরায়েলের অবরোধ ভাঙতে চাওয়া ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’র প্রতি সমর্থন প্রকাশ করছে।

এই বিক্ষোভটি মরক্কোতে চলমান ফিলিস্তিনপন্থী গণআন্দোলনেরই সর্বশেষ বহিঃপ্রকাশ, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে উত্তাল ইসরায়েলের রাজধানী তেল আবিব ও জেরুজালেম। শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যানার ফেস্টুন নিয়ে সাপ্তাহিক র‍্যালিতে যোগ দেয় বিক্ষোভকারীরা। এদিন রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে হোস্টেজ স্কয়ারে জড়ো হন তারা। ট্রাম্পকে জিম্মি মুক্তি চুক্তির জন্য চাপ দেয়ার আহ্বান জানায় আন্দোলনকারীরা। পোস্টার-ব্যানার-স্লোগানে বন্দি মুক্তির দাবি জানান তারা। সূত্র: আল জাজিরা।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ