শনিবার, ২৯ মার্চ ২০২৫ ।। ১৫ চৈত্র ১৪৩১ ।। ২৯ রমজান ১৪৪৬

শিরোনাম :
জুমার সময় ভূমিকম্প, মসজিদ ধসে নিহত অন্তত ২০ ক্ষমা করে দেই ; ক্ষমা নিয়ে নেই ভূমিকম্পে মিয়ানমারে নিহত ১৪৪, থাইল্যান্ডে ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ কাবা প্রাঙ্গণে টানা ৩৫ বছর কোরআন খতমের রেকর্ড গড়বেন যিনি শরহে বেকায়ায় ১ম স্থান নারায়ণগঞ্জের জামিআ উম্মে মুআয তা'লীমুননিসা’র  হিফজুল কুরআনে সারাদেশে প্রথম গাজীপুরের বাইতুল হিকমাহ’র শিক্ষার্থী মু’তাসিম বিল্লাহ  ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ এবং জুন মাসে জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আহত নূরুল করীম আকরামের খোঁজ নিতে হাসপাতালে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মেশকাতে ১ম স্থানসহ ঈর্ষণীয় সাফল্য ফাতিমাতুযযাহরা’র আলেমদের নানা পেশা

তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারাবির নামাজে দ্রুত কোরআনে কারিম তেলাওয়াতের সমালোচনা করেছেন বিশিষ্ট আলেম ও মুফাসসির মাওলানা মিজানুর রহমান আজহারী। দ্রুত তেলাওয়াতকে তিনি ‘ফাইভ জি’ এর সঙ্গে তুলনা করে এ থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।

ড. আজহারী এ সময় পবিত্র কোরআনের সুরা আত-ত্বীন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বীন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং জয়তুন (জলপাই) ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত—এসবই আল্লাহর কসমের বিষয়। তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন।

ড. আজহারী আরও বলেন, সুরা আত-ত্বীনে শাম নগরী বা সিরিয়া থেকে আল আকসা পর্যন্ত অঞ্চলের বরকত সম্পর্কে আল্লাহ তাআলা কথা বলেছেন, যেখানে ঈসা (আ.)-সহ তিন নবীর পবিত্র জন্মস্থান অবস্থিত।

ইফতার মাহফিলে বিশেষ আলোচক ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর হু. মাওলানা মোশতাক ফয়েজী। বিশেষ অতিথি ছিলেন মো. নাসিম, ইসমাইল হেসেন, মুকুল হোসেন, দাতু ইয়াছিন ও মো. আনোয়ার।

এছাড়া বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়ার সদস্য মো. রমজান, মো. রাজু, মো. রাসেল, মো. সফিক, মো. মজিদ, মো. মামুন, মো. রেজওয়ান, খান তরিকুলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে বিশ্ব মুসলিম উম্মাহ ও প্রবাসীদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

এনআরএন/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ