বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬


নববধূর সঙ্গে সাক্ষাতের সময় স্বামী যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিয়ের মাধ্যমে দুইজন অপরিচিত মানুষ একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্ক শুভ্রতা ছড়িয়ে পড়ে দুই পরিবারের মাধ্যমে। বিয়ের এই পবিত্র সম্পর্ক নিয়ে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।’ (সূরা রুম, আয়াত : ২১)

আল্লাহ তায়ালা আরও বলেন, ‘তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ন, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। যারা বিয়েতে সামর্থ্য নয়, তারা যেন সংযম অবলম্বন করে— যে পর্যন্ত না আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেন। (সূরা নুর, আয়াত : ৩২-৩৩)

বিয়ের রাত নিয়ে নববিবাহিতরা অনেক পরিকল্পনা করে থাকেন। এই রাতের সব পরিকল্পনার সঙ্গে রাসূল সা.-এর সুন্নতগুলো অনুসরণ করা জরুরি।

নববিবাহিত স্বামী প্রথম রাতে স্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় স্ত্রীর কপালের চুল ধরে দাম্পত্য জীবেনর বরকতের জন্য এই দোয়াটি পড়বেন—

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ-

উচ্চারণ : আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা ‘আলাইহি, ওয়া আ‘ঊযুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা ‘আলাইহি।

অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার নিকট তার মঙ্গল চাই এবং তার সেই কল্যাণময় স্বভাব প্রার্থনা করি, যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ। আর আমি তোমার নিকট আশ্রয় চাই তার অনিষ্ট হ’তে এবং সেই মন্দ স্বভাবের অনিষ্ট হতে, যা দিয়ে তুমি তাকে সৃষ্টি করেছ’। (আবু দাউদ, ইবনু মাজাহ, মিশকাত, হাদিস : ২৪৪৬)

এর মধ্যে স্বামী-স্ত্রী পরস্পরের প্রতি ক্ষমাশীল ও দয়াশীল হয়ে দাম্পত্য জীবন যাপন করার ইঙ্গিত রয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ