বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইসলামবিরোধী নারী কমিশন নিয়ে আলোচনা করতে খতিবদের প্রতি হেফাজতের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে দেশের সব খতিব ও মসজিদের ইমামদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় আগামীকাল শুক্রবার (২মে ২০২৫) জুমআর খুতবায় কুরআন-সুন্নাহবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনার আহ্বান জানানো হয়েছে।

হেফাজতের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান সরকারের প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশন ও নীতিমালা ইসলামি শরিয়াহ এবং কুরআনের বিধান পরিপন্থী। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন করতে প্রতিটি মসজিদে আলোচনা করা দরকার।

এছাড়াও আগামী শনিবার (৩ মে) ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশে দেশবাসীকে দলে দলে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ প্রসঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান আওয়ার ইসলামকে বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশ করেছে সেটা যে কুরআন-সুন্নাহবিরোধী সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ ব্যাপারে জনগণকে সচেতন করা প্রত্যেক ইমাম-খতিবের ঈমানি দায়িত্ব। আমরা সেই আহ্বানই জানিয়েছি। আশা করি, ইমাম ও খতিব সাহেবরা দেশবাসীকে এ ব্যাপারে সচেতন করবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ