শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

ইসলাম প্রতিষ্ঠায় নারী সাহাবিদের ভূমিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারী সাহাবিদের অবদান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল। তাঁরা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ ছিলেন না, বরং দ্বীন প্রচার, শিক্ষা, যুদ্ধ, চিকিৎসা, সামাজিক কাজসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিচে কিছু উল্লেখযোগ্য নারী সাহাবির অবদান তুলে ধরা হলো:

১. হযরত খাদিজা (রাদিয়াল্লাহু আনহা): ইসলামের প্রথম নারী

প্রথম মুসলিম, নবীজি (সা.)-এর স্ত্রী। তাঁর অর্থনৈতিক সহায়তায় ইসলাম প্রচারের কাজ সহজ হয়। তিনি ছিলেন সর্বদা রাসূল (সা.)-এর পাশে সাহসের প্রতীক।

২. হযরত আয়েশা (রাদিয়াল্লাহু আনহা): জ্ঞানের আলো

সবচেয়ে বেশি হাদীস বর্ণনাকারী নারী। ইলম ও ফিকহে ছিলেন পারদর্শী, বহু সাহাবি তাঁর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। নারীদের ধর্মীয় শিক্ষা প্রদানেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।

৩. হযরত ফাতিমা (রাদিয়াল্লাহু আনহা): আদর্শ কন্যা ও মা

রাসূল (সা.)-এর কন্যা, আলী (রা.)-এর স্ত্রী।

ধৈর্য, তাকওয়া ও সংযমের জীবন্ত দৃষ্টান্ত।

তাঁর বংশধারা থেকেই ইমাম হাসান ও হুসাইন (রা.) এর আগমন।

৪. হযরত উম্মে আম্মারা (নসীবা বিনতে কা’ব) (রা.): নারী যোদ্ধা

উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন, নবীজিকে রক্ষা করতে আহত হন।

অসাধারণ সাহস ও আত্মত্যাগের উদাহরণ।

 

৫. হযরত উম্মে সুলায়ম (রা.): দাওয়াত ও সাহসের প্রতীক

সন্তানকে ছোটবেলায়ই ইসলাম শিখিয়ে দিতেন।

যুদ্ধেও অংশ নেন, সাহাবিদের পানি ও চিকিৎসা দিয়ে সহায়তা করেন।

৬. হযরত রুমাইসা (রা.): নারীদের শিক্ষিকা

নারী সাহাবিদের ধর্মীয় শিক্ষা ও উৎসাহ দিতেন।

সামাজিক কাজে ছিলেন সক্রিয়।

নারী সাহাবিদের সম্মিলিত অবদান:

দাওয়াত ও তাবলিগে অংশগ্রহণ

শিক্ষা ও হাদিস বর্ণনায় অগ্রণী

যুদ্ধে সেবা ও চিকিৎসা কাজে নিয়োজিত

সংসার জীবনে ত্যাগ ও তাকওয়ার অনন্য দৃষ্টান্ত

নতুন মুসলিমদের আশ্রয় ও সহায়তা প্রদান

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ