বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬


হজযাত্রীদের সবধরনের সুবিধা দেওয়ার নির্দেশ সৌদি যুবরাজের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হজযাত্রীদের সৌদি আরবে স্বাগত জানিয়ে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান তাদের সম্ভাব্য সবধরনের সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 

মঙ্গলবার (৬ মে) জেদ্দায় ক্রাউন প্রিন্সের সভাপতিত্বে সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকে সৌদি যুবরাজ এ নির্দেশনা দেন।

হজের সেবার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তিনি বলেন, ‘পবিত্র শহর মক্কা, মদিনায় এবং হজযাত্রার সময় আল্লাহর মেহমানদের সেবা করার ক্ষেত্রে কোনো প্রচেষ্টায় ত্রুটি করা যাবে না। এক্ষেত্রে কোনো ধরনের অলসতা করাও উচিত নয়। হজযাত্রীদের জন্য সম্ভাব্য সব সুযোগ-সুবিধা প্রদান করতে হবে।’

মন্ত্রিসভার বৈঠকে ডিজিটাল শাসনব্যবস্থায় সৌদি আরবের অগ্রগতির ওপর জোর দেওয়া হয়। বৈঠক শেষে যুবরাজ বলেন, সর্বোচ্চ দক্ষতা, আন্তরিকতা এবং উৎকর্ষতার সঙ্গে হজযাত্রীদের সেবায় কাজ করতে হবে।

সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দার পাশাপাশি স্থানীয় রাজনৈতিক সমাধানের মাধ্যমে সুদানে যুদ্ধ বন্ধের আহ্বান এবং ফিলিস্তিনে স্থায়ী শান্তির পথ হিসেবে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে মন্ত্রীসভার বৈঠকে।

বৈঠকের আলোচ্য বিষয় ও সিদ্ধান্ত নিয়ে তথ্যমন্ত্রী সালমান আল-দোসারি গণমাধ্যমকে বলেন, সভায় ডিজিটাল পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করা হয়েছে, সৌদি আরব টানা তৃতীয়বারের মতো সরকারি খাতে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় প্রথম স্থান ধরে রেখেছে।

বৈঠকে সৌদি শুরা কাউন্সিল কর্তৃক উপস্থাপিত বিভিন্ন সুপারিশ নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত প্রতিনিধিদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য অনুমোদন দেওয়া হয়। সূত্র: এসপিএ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ