শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

ভারত তাদের নিকৃষ্টতা বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে: আল্লামা তাকী উসমানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাতের আঁধারে মসজিদের ওপর ভারতের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা তাকী উসমানী। তিনি এটাকে ভারতের কাপুরুষোচিত হামলা হিসেবে আখ্যায়িত করে এর দ্বারা দেশটি বিশ্বের সামনে নিজেদের নিকৃষ্টতা উন্মোচন করেছে বলে মন্তব্য করেছেন। যারা শহীদ হয়েছেন তাদের জন্য সবার কাছে দোয়া চান এবং মসজিদে হামলাকারী বেঈমানদের লাঞ্ছিত করতে আল্লাহর দরবারে দোয়া করেন।

বুধবার (৮ মে) রাতে নিজের এক্স হেন্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তিনি এসব কথা বলেন।

আল্লামা তাকী উসমানী লিখেন- ‘ভারত রাতের অন্ধকারে পাকিস্তানের নিরীহ নাগরিক ও মসজিদসমূহের ওপর কাপুরুষোচিত হামলা চালিয়ে নিজের নিকৃষ্টতা পুরো বিশ্বের সামনে উন্মোচন করে দিয়েছে।’

সারা বিশ্বে গ্রহণযোগ্য বিশিষ্ট এই ইসলামিক স্কলার বলেন, ‘যারা এই হামলায় শহীদ হয়েছেন, তারা দেশের জন্য জীবন উৎসর্গ করে অমর হয়ে গেছেন।’

পাকিস্তান সেনাবাহিনীর প্রশংসা করে তিনি লিখেন- ‘আলহামদুলিল্লাহ, পাকিস্তানের সেনাবাহিনী এই জঘন্য আগ্রাসনের প্রতিরোধে যে পদক্ষেপই গ্রহণ করবে, পুরো জাতি তাদের পাশে রয়েছে। সব মসজিদ ও মাদরাসায় তাদের বিজয় ও সহায়তার জন্য আয়াতে কারিমার খতম করে দোয়ার আয়োজন করা হোক।’

মসজিদে হামলাকারী এই বেঈমানরা যেন লাঞ্ছিত হয় আল্লাহর দরবারে সেই দোয়াও তিনি করেন।

প্রসঙ্গত, মঙ্গলবার দিবাগত রাতে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা করে। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য মতে, এতে ৩১ জন নিহত হয়েছেন। পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা মাসুদ আজহারের পরিবারের দশ সদস্য এবং তার ঘনিষ্ঠ চারজন এই হামলায় শহীদ হয়েছেন। পাকিস্তান ভারতের পাঁচটি যুদ্ধ বিমান বিধ্বস্ত করেছে। পাল্টা হামলা চালানোর প্রস্তুতিও নিচ্ছে দেশটি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ