রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

যে ২ সুরায় হয় আত্মরক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাসুল (সা.) একবার কঠিন রোগে আক্রান্ত হন। তিনি নিদ্রাবস্থায় দেখতে পান, দুজন ফেরেশতা তার কাছে আসেন। একজন তার শিরোদেশে, অন্যজন তার পাদদেশে দাঁড়িয়ে পরস্পর কথোপকথন করছেন। শিরোদেশের ফেরেশতা পাদদেশের ফেরেশতার কাছে জিজ্ঞেস করেন, ‘রাসুল (সা.)-এর রোগ সম্পর্কে তোমার ধারণা কী?’ তিনি বললেন, ‘রাসুল (সা.) জাদুতে আক্রান্ত হয়েছেন।’ ফেরেশতা জিজ্ঞেস করেন, ‘জাদু কে করেছে এবং সে জাদুটি কোথায়?’ ফেরেশতা বললেন, ‘লোবায়েদ বিন আসম ইহুদি এবং তা জারযান নামক কূপে একটি খেজুরের খোসার আবরণে পাথরের নিচে চাপা রয়েছে। এখন তা নষ্ট করার পদ্ধতি হচ্ছে, ওই কূপের পানি ফেলে পাথরের নীচ থেকে খেজুরের খোসার আবরণটি বের করে জ্বালিয়ে দিতে হবে।’

রাসুল (সা.) এ কথা শুনে ভোরবেলা আম্মার ইবনে ইয়াসির (রা.)-কে কয়েকজন সাহাবিসহ কুয়ার কাছে পাঠালেন। তারা কুয়ার পানি তুলে ফেললেন। এরপর পাথর তুলে খেজুরের খোসাটি বের করে যখন জ্বালিয়ে দিলেন, তখন দেখলেন, তাতে একটি সূতায় ১১টি গিরা দেওয়া রয়েছে। যখন এগারোটি আয়াত (সুরা ফালাকের ৫টি আয়াত ও সুরা নাসের ৬টি আয়াত) পাঠ করা হলো, গিরা ১১টিও খুলে গেল। (আসবাবুন নুজুল)। সুরা ফালাক মক্কায় অবতীর্ণ। এর একটি রুকু, ৫টি আয়াত। ফালাক শব্দের অর্থ- ঊষা বা প্রভাত। সুরা ফালাকের অর্থ হলো- হে নবী! আপনি বলুন, আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অপকার হতে, রাতের আচ্ছন্ন আঁধারের অপকার হতে, আর (জাদু পাঠ করে) গিরাসমূহে ফুঁ প্রদানকারীদের অপকার হতে, আর হিংসুকের অপকার হতে, যখন সে হিংসা করে। সুরা নাস মক্কায় অবতীর্ণ। এর একটি রুকু, ৬টি আয়াত। নাস শব্দের অর্থ- মানব বা মানবজাতি। সুরা নাসের অর্থ হলো- হে নবী! আপনি বলুন, আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, যিনি মানুষের বাদশা, মাবুদ। আশ্রয় চাই লুকিয়ে থাকা শয়তানের কুমন্ত্রণার অপকার হতে, জিন ও মানুষের মধ্য হতে যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ