শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘নবীজির আদর্শ ছাড়া কোনো সংস্কারই ফলপ্রসূ হতে পারে না’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের উদ্যোগে সীরাত কুইজ ও সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) ঢাকা মহানগরী দক্ষিণ শাখা কর্তৃক রাজধানীর গ্রিনরোড স্টাফ কোয়ার্টার মসজিদ কমপ্লেক্সে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে চারটি স্তরে মোট ৪০টি পুরস্কার প্রদান করা হয়েছে। 
অনুষ্ঠানের প্রধান মেহমান ছিলেন রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাখাওয়াত হুসাইন রাজী। 

প্রধান অতিথি শিশু-কিশোরদের জন্য নবীজীবনী নিয়ে চমৎকার আলোচনা করেন। অনুপ্রাণিত করেছেন উপস্থিত শ্রোতা দর্শক ও অতিথিদের। 

মুফতি সাখাওয়াত হুসাইন বলেন, শিশুদের মননে নবীজির ভালোবাসা আদর্শের বীজ রুইয়ে দিতে হবে। মনে রাখতে হবে নবীজির আদর্শ ছাড়া কোনো সংস্কারি ফলপ্রসূ হতে পারে না। 

ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় মহাসচিব মুফতি আহসান শরীফ; কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাহবুব হাসান, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি এহসানুল হক উসমান; মুফতি আবদুল হান্নান হাবীব; মাওলানা হাবীবুর রহমান; মুফতি নাঈম হুসাইন; গ্রীন রোড স্টাফ কোয়ার্টার মসজিদ মাদরাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং অনুষ্ঠানের সভাপতি শফিকুল ইসলাম ভূইয়া। 
মোহাম্মদিয়া হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্স ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি জাকারিয়া মাহমুদ। আহ্বায়ক ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুফতি আবদুল কাইয়ুম হানাফি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ