গত ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাড়া জাগানো মহাসমাবেশ করার পর বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করতে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতারা।
সোমবার (৫ মে) বেলা ১১টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল উলুম মাদরাসায় এই বৈঠক শুরু হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্যরা মিটিংয়ে উপস্থিত রয়েছেন।
জানা গেছে, মহাসমাবেশের বিভিন্ন বিষয় পর্যালোচনা এবং আগামী দিনের পথচলা সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে এই বৈঠকে।
এদিকে শাপলা চত্বর ট্রাজেডির এক যুগ পূর্তি হচ্ছে আজ। মাত্র তিন দিন আগে বিশাল মহাসমাবেশ করায় আজ হেফাজতের পক্ষ থেকে বিশেষ কোনো আয়োজন নেই। তবে এক যুগ পর হেফাজত শাপলা চত্বরে শহীদ হওয়া ৯৩ জনের খসড়া তালিকা প্রকাশ করেছে। এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। এবার এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার দাবি উঠছে নানা মহল থেকে।
এসএকে/