সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

নতুন ভূমি আইনে যে অপরাধ গুলো করলে ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সরকার নতুন ভূমি আইন কার্যকর করেছে, যেখানে জমি সংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ অপরাধের জন্য সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে জমি নিয়ে প্রতারণা, জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার।

নতুন আইনে যে অপরাধগুলোর জন্য ৭ বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে, সেগুলো হলো:

১. অন্যের জমিকে নিজের জমি বলে প্রচার করা: ইচ্ছাকৃতভাবে অন্য কারও জমি নিজের বলে দাবি করলে এই অপরাধের আওতায় আসবে।

২. তথ্য গোপন করে জমি বিক্রি করা: জমি বিক্রির সময় প্রকৃত তথ্য গোপন করে লেনদেন সম্পন্ন করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

৩. নিজের মালিকানার অতিরিক্ত জমি বা অন্যের জমি অবৈধভাবে বিক্রি করা: যার মালিকানা নেই, এমন জমি বিক্রির চেষ্টাও এখন ফৌজদারি অপরাধ।

৪. এক ব্যক্তিকে অন্য ব্যক্তি পরিচয়ে দলিল করানো: কেউ যদি প্রকৃত মালিক না হয়ে অন্যের পরিচয় ব্যবহার করে দলিলে স্বাক্ষর করে, তাহলে তাও অপরাধ হিসেবে গণ্য হবে।

৫. মিথ্যা বিবরণসহ জমির দলিলে স্বাক্ষর করা: ইচ্ছাকৃতভাবে ভুল বা মিথ্যা তথ্য দলিলে উপস্থাপন ও স্বাক্ষরের মাধ্যমে প্রতারণা করলে আইনের আওতায় আসবে।

৬. কর্তৃপক্ষকে মিথ্যা তথ্য প্রদান করা: ভূমি সংক্রান্ত বিষয়ে যে কোনো মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করলেও একই শাস্তির বিধান প্রযোজ্য হবে।

এই আইন বাস্তবায়নের মাধ্যমে জমির প্রকৃত মালিকদের অধিকার সুরক্ষা, বিচারহীনতার সংস্কৃতি দূরীকরণ এবং জমি ব্যবস্থায় স্বচ্ছতার প্রতিফলন ঘটবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ