সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

ফরিদপুর ভাঙ্গা থানায় ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ফরিদপুরের ভাঙ্গায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ৬ মে, দুপুরে ভাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

ভাঙ্গা উপজেলা ফিল্ড সুপার ভাইজার এইচ.এম রুহুল আমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা ফিল্ড অফিসার মো. রাসেল। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মাষ্টার ট্রেইনার মাওলানা রুহুল আমিন রহমানী, নগরকান্দা ফিল্ড সুপারভাইজার মাওলানা খন্দকার মো. লুৎফুর রহমান। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা মডেল এম.সি মাওলানা ফরহাদ হোসেন, জি.সি মাওলানা আইয়ুব আলী, জি. সি মাওলানা মো. কিবরিয়া মুন্সি, জি.সি মাওলানা মামুনুর রশিদ, মো. আবু সাঈদ ডা. আনছু, প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. সাখাওয়াত হোসেন, হাফেজ মাওলানা আবুল খায়ের, মাওলানা আলী হায়দার, মুফতি মোস্তফা কামাল খন্দকার, মাওলানা মুস্তাকিন, মুফতি মুকাররম হুসাইন, হাফেজ মাওলানা জাকারিয়া, হাফেজ মাওলানা আব্দুস সালাম, কেন্দ্র শিক্ষক-শিক্ষিকাগণ সহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতীবগণ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, “দ্রুততার সাথে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প এবং দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প পাশ করা হবে। এসময় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসূত্রে আশ্বাস দিয়ে বলা হয়, ঈদের আগেই বেতন-বোনাস পরিষোধ করা হবে। 

আরও বলা হয়, এ সরকার আলেম-ওলামা বান্ধব সরকার,মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প উন্নয়নে তারা কাজ করবে মর্মে বদ্ধপরিকর।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ