বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ ।। ২৫ বৈশাখ ১৪৩২ ।। ১০ জিলকদ ১৪৪৬


আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালে বেফাকের গভীর শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের অন্যতম শীর্ষ আলেম, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। শুক্রবার (২ মে) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক এক শোকবার্তায় বলেন, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী যুগশ্রেষ্ঠ বহুমুখী প্রতিভার অধিকারী একজন মুখলিস ও বিজ্ঞ আলেমেদীন ছিলেন। তাঁর এ বিদায়ে মুসলিম উম্মাহ এক যোগ্য সন্তানকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। ইসলামি শিক্ষা ও আরবি সাহিত্য সম্প্রসারণে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।

বিবৃতিতে বেফাকের পক্ষ থেকে দেশজুড়ে কওমি অঙ্গনের আলেম ও তালিবুল ইলমদের নিকট মরহুমের জন্য বিশেষ দোয়া ও মাগফিরাত কামনার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দল থেকেও আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীর ইন্তেকালে শোকবার্তা দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সকলেই মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ