সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
কায়কোবাদকে ফের সংসদে দেখতে চায় মুরাদনগর উপজেলা জমিয়ত ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’ বিস্মিত বিচারকের প্রশ্ন ‘মোশাররফ ঠাকুরের বক্তব্য অবমাননাকর, তাকে ক্ষমা চাইতে হবে’ নানুপুর মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ১৬ জানুয়ারি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ ভ্যান, দুই ভাইসহ নিহত ৩ ‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক

আওয়ামী লীগ আগেও দুইবার নিষিদ্ধ হয়েছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগেও দুইবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল।

যার মধ্যে ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে নিষিদ্ধ ঘোষণা করেছেন।

এর আগে ১৯৫৮ সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেন।

এবার ২০২৫ সালের ১০ মে জনগণের দাবির প্রেক্ষিতে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন।
 
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্নে পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খানের এক বেতার ভাষণে আওয়ামী লীগকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

ওইদিন, ২৬ মার্চ ১৯৭১ সালের রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ঐ ভাষণে ইয়াহিয়া খাঁন শেখ মুজিবুর রহমান ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনেন এবং তাদের ‘পাকিস্তানের শত্রু’ বলে আখ্যায়িত করেন।

প্রেসিডেন্ট ইয়াহিয়া বলেন, "শেখ মুজিব ও তাঁর অনুসারীরা পাকিস্তানকে ভাঙতে চায়—এটি একটি অপরাধ, যার শাস্তি অনিবার্য।"

সেইসঙ্গে তিনি ঘোষণা দেন, "সারা দেশে সর্বপ্রকার রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ করা হয়েছে এবং আওয়ামী লীগকেও রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হলো।"

তাঁর ভাষণে সেন্সর ব্যবস্থা, সামরিক আইন জারি এবং সশস্ত্র বাহিনীকে সরকারের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠার আদেশ দেওয়ার কথাও উল্লেখ ছিল। পাশাপাশি তিনি বলেন, পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি অপরিবর্তিত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ