বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

একা পারছি না, বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উপদেষ্টা পরিষদে একমাত্র আলেম সদস্য হিসেবে কূলিয়ে উঠতে পারছেন না বলে স্বীকার করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এজন্য রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আলেমদের অংশগ্রহণ জরুরি বলে মনে করেন তিনি। 

শনিবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে ‘মাশায়েখে বাংলাদেশের অবদান ও করণীয়’ শীর্ষক জাতীয় কনফারেন্সে তিনি এসব কথা বলেন। নতুন সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এই অনুষ্ঠানের আয়োজন করে। 

ধর্ম উপদেষ্টা বলেন, আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ২২ জন উপদেষ্টাদের একজন। আমি তো গরম পানির ডেকচির মধ্যে পড়ে গেছি, আমার ডানে-বামে তো কেউ নেই সরকার পরিচালনায়। আরো মানুষ পাঠাতে হবে সরকার পরিচালনার ক্ষেত্রে। অ্যাডমিনিস্ট্রেশনে দিতে হবে, বিচার ব্যবস্থায় দিতে হবে, পুলিশে দিতে হবে, পার্লামেন্টে লোক দিতে হবে, তখন আমরা এদেশে কোরআন-হাদিসের আদর্শ বাস্তবায়ন করতে পারবো।

ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, শুধু স্লোগান দিলেই হবে না। জুলাই বিপ্লবের পর যে সুযোগ এসেছে, আলেমদের তা কাজে লাগাতে হবে। একই সঙ্গে দেশে কোন ধরনের আইন চলবে তা দেশের আলেম সমাজ নির্ধারণ করবে।

এসময় বিগত সরকারের সময়ে আলেমদের বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতের কথা উল্লেখ করে তিনি জানান, শুধু এ সরকার নয়, ভবিষ্যতে যারাই ক্ষমতায় এসে কোরআনবিরোধী আইন বাস্তবায়ন করতে চাইবে দেশের মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ