শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

‘হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| তারেকুল ইসলাম ||

অনেকের মনে থাকার কথা, ২০১৩ সালে হেফাজতকে ৫০ আসন ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল হাসিনা। হেফাজত আপস করেনি। ওই বছরের জুনে হেফাজতের কর্মী লেভেলে সামান্য স্বতঃস্ফূর্ত এন্টি ক্যাম্পেইনের কারণেই চার সিটি করপোরেশন নির্বাচনে আ.লীগ গো-হারা হেরেছিল।
 
গত প্রায় দেড় দশক ধরে বাংলাদেশে ইসলাম প্রশ্নকে জনজীবন ও রাজনৈতিক পরিসরে ডমিন্যান্ট করে রেখেছে হেফাজত— এটাই তার মূল কৃতিত্ব। সে কারণে হেফাজতের প্রভাব এতটাই পারভ্যাসিব যে, নির্বাচনী রাজনীতির জন্যও অরাজনৈতিক সংগঠনটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। 

অবস্থা এমন যে, ঘুমিয়ে থাকলেও হেফাজত একটা বড় ফ্যাক্টর। সে কারণে দলটি নিয়ে নানা জল্পনা-কল্পনা ও বিতর্কও সেভাবে লেগে থাকে। 

তবে শেষপর্যন্ত হেফাজত হেফাজতই থাকে। কারণ হেফাজতের ওপর আল্লাহর বিশেষ রহমত আছে বলে আমার মনে হয়। ৫ মে রাসূল সা.-এর সম্মানের জন্য হেফাজত দলটির অকাতর শাহাদাতের রক্তে এ জমিন সিক্ত হয়ে আছে। শুধু চিন্তা করুন, এর মূল্য আল্লাহর কাছে কতটা! তাই যত ঝড়ঝাপটাই হোক, হেফাজত ছাই থেকে ফিনিক্স পাখির মতো বারবার জেগে ওঠে এবং তার অবস্থান ধরে রাখতে পারে।

সতর্কতা হলো, হেফাজতকে বিক্রি করে কেউ মাথা উঁচু করে থাকতে পারবে না৷

লেখক: কলামিস্ট, দৈনিক মানব জমিন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ