রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির শ্রীমঙ্গলে খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন

শাপলা ও জুলাই শহীদদের স্মরণে খেলাফত মজলিস কিশোরগঞ্জ শাখার দোয়া মাহফিল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান 

বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হোটেল শেরাটনে শাপলা চত্বর ও জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

২৫ মার্চ (মঙ্গলবার) বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সদর শখার সভাপতি মুফতি ইলিয়াস কাসেমির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক  কিশোরগঞ্জ ০১ আসন (হোসেনপুর-কিশোরগঞ্জ) এর সংসদ সদস্য  পদপার্থী মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল করিম। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হেদায়াতুল্লাহ হাদী বলেন, গত ১৫ বছর আমরা স্বাধীনভাবে কাজ করতে পারিনি। এখন আমরা যেভাবে একত্রিত হয়েছি দোয়া ইফতার মাহফিলে গত ১৫ বছর সেভাবে পারিনি। এখন আমাদের সময় হয়েছে কাজ করার। আমরা আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। 

তিনি গভীর সমবেদনার সাথে শাপলা গণহত্যা ও জুলাইয়ের সেই বেদনাদায়ক ঘটনাগুলোর স্মৃতিচারণ করেন এবং দোয়া করেন, যেন আল্লাহ তায়ালা সকল শহীদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। 

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলটির সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমীন শেরজাহান মুমিনী ও বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলার বতর্মান সভাপতি শাইখুল হাদিস মাওলানা আব্দুল করিম সাহেব। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সিনিয়র সহ সভাপতি জননেতা মুহাম্মাদ রুকন উদ্দিন ও সদর থানার সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনৈতিক ব‍্যাক্তি জনাব সাদেকুল ইসলাম সাদেক। 

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লা সাদী,বাংলাদেশ খেলাফত মজলিস সদর শাখার সাধারণত সম্পাদক মাওলান মিছবাহ উদ্দিন, মাওলানা আতাউর রহমান,মাওলানা ফুয়াদ মাহমুদ খান, মাওলা মোশারফ, মাওলানা শহীদুল্লাহ সাদী সহ বাংলাদেশ খেলাফত মজলিস ও সংগঠনটির অন‍্যন‍্য অঙ্গ সংগঠনের জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ