সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭


'আগামীতে দেশ পরিচালিত হবে ইসলামি শাসনতন্ত্রের মাধ্যমে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি মাওলানা মু. আব্দুল হালিম বলেছেন, আগামীতে বাংলাদেশ সকল ইসলামী দলের ঐকমত্যে ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে পরিচালিত হবে। বাংলাদেশে ভবিষ্যতে আর দ্বিতীয় কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেওয়া হবে না। 

মঙ্গলবার (১০ জুন) বিকেল ৩টায় উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীদ্বার উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মাওলানা মু. আব্দুল হালিম বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দীর্ঘদিন জুলুম, অত্যাচার, ভোট চুরি ও দুর্নীতির কারণে পালাতে হয়েছে।

পৃথিবীর ইতিহাসে প্রথম কোন ফ্যাসিবাদ শাসক ও তার এমপি, মন্ত্রীসহ দলের কেন্দ্রীয় নেতারা পালিয়েছে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রুহুল আমিন খাঁনের সঞ্চালনায় ও পৌর জামায়াতের সভাপতি ফেরদৌস আহমদের সভাপতিত্বে প্রধান বক্তার হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন গাজীপুর মহানগরীর সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ