সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

জমিয়তের সিলেট মহানগর শাখার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার বৈঠক বুধবার (৩০ জুলাই) বাদ এশা জমিয়ত অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নেজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় এবং যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আহমদ সগির আমকুনির তেলাওয়াতের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সভার সিদ্ধান্ত-

১/ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী অসুস্থতার কারণে দায়িত্ব পালন করতে অপারগতা প্রকাশ করায়, সাংগঠনিক কাজকে বেগবান করার লক্ষে মজলিসে আমেলার সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র সহসভাপতি মাওলানা নেজাম উদ্দিন রানাপিংগীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।

২/ জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার আগামী ৮ আগস্টের প্রশিক্ষণ সভা সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা নেজাম উদ্দিন, সহসভাপতি মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা সৈয়দ শামীম আহমদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা ফখরুজ্জামান, মাওলানা মাহমুদ হাসান, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ মাওলানা আহমদ কবির আমকুনি, মাওলানা মুক্তার আহমদ, মাওলানা মুফতি মজির উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুসাদ্দেক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, হাফিজ মাওলানা আহমদ সগির আমকুনি, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুস ছামাদ, মাওলানা মুস্তাফা কামাল, মাওলানা হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান।

প্রচার ও অফিস সম্পাদক মাওলানা শামীম আহমদ, অর্থ সম্পাদক মাওলানা ওলিউল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুফতি জাকারিয়া মাহমুদ, সাহিত্য সম্পাদক মাওলানা হাসান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট রেজাউল হক, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মাওলানা লুৎফুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আবুল খয়ের, সদস্য মাওলানা আবু মোহাম্মদ ইয়াহইয়া,মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আবুল বাসার, মাওলানা ইসমাইল হোসাইন ক্বাসিমী, মাওলানা বেলাল আহমদ চৌধুরী, মাওলানা ফয়জুল বারী, মাওলানা আব্দুল্লাহ শাহজাহান  প্রমুখ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ