সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনা আলেম নির্যাতনকে জায়েজ করেছিলেন: নাসীরুদ্দীন পাটওয়ারী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

“শেখ হাসিনা দেশের আলেম সমাজের ওপর নির্যাতনকে জায়েজ বানিয়ে ফেলেছিল”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “আজ যদি দক্ষিণপন্থিরা দেশে ফ্যাসিবাদের পতন ঘটায়, তবে এতে কারও সমস্যা থাকার কথা নয়।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘জুলাই চব্বিশের গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণের মোড়ক উন্মোচনও করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নাসীরুদ্দীন বলেন, “দক্ষিণপন্থা নাম দিয়ে ইসলামপন্থিদের ফের কোণঠাসা করার ষড়যন্ত্র চলছে। এই জুজুর ভয় দেখিয়ে আর জনগণকে বোকা বানানো যাবে না।”

তিনি আরও বলেন, “অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, একটি দলের দুই ‘মহারথি’ এখন বন্দর ও ট্রাকস্ট্যান্ডে গডফাদার হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে। এটা জাতির জন্য লজ্জাজনক।”

অপরদিকে, দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এনসিপির শ্রমিক উইংয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার বদলালেও শ্রমিকদের জীবনে পরিবর্তন আসেনি। গণঅভ্যুত্থানের পরও এ সরকারের পুলিশ শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে। শ্রমিক-মালিক সম্পর্কের জায়গায় এখন দালাল প্রতিষ্ঠিত।”

তিনি বলেন, “শ্রমিকদের মজুরি, কাজের পরিবেশ ও সংসদীয় প্রতিনিধিত্ব নিশ্চিত না করে উন্নত রাষ্ট্র গড়া সম্ভব নয়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ