সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ।। ২৮ পৌষ ১৪৩২ ।। ২৩ রজব ১৪৪৭

শিরোনাম :
‘নিকাব নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যে মোশাররফ ঠাকুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে’ ভারতে পৌঁছালেন তালেবান-নিযুক্ত প্রথম কূটনীতিক, দিল্লি দূতাবাসে তোড়জোড় জামায়াত-শিবির কখনো ইসলামি দল হতে পারে না: সিরাত সম্মেলনে বক্তারা প্রার্থিতা ফিরে পেলেন রিকশা প্রতীকের আরও তিন প্রার্থী এলপিজি আমদানি নিয়ে বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক ইবনে শাইখুল হাদিসের সঙ্গে নাহিদ ইসলামের দুই ঘণ্টার বৈঠক জামায়াত কি ক্ষমতায় যেতে চায়? নতুন জরিপে বিএনপির কাছাকাছি জনপ্রিয়তা জামায়াতের! হাদি হত্যা: চার্জশিটের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি বৃহস্পতিবার বিক্ষোভের পর ইরানের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘের কার্যালয়: ৭ আগস্ট দেশব্যাপী স্মারকলিপি দেবে জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন ইস্যুতে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে জমিয়তে উলামায়ে ইসলাম। ৭ আগস্ট বৃহস্পতিবার দলের সব সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি। 

গত ২৫ জুলাই ঢাকার বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। 

শান্তিপূর্ণভাবে কেন্দ্র ঘোষিত এই কর্মসূচি সফল করতে সাংগঠনিক জেলাগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীলগণকে প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জমিয়ত নেতারা বলেছেন, অন্তর্বর্তী সরকারকে দেশবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করতে হবে। দেশপ্রেমিক ও ধর্মপ্রাণ জনতা বর্তমান সরকারের আত্মঘাতী এই চুক্তি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। 

শুক্রবার (১ আগস্ট) আরজাবাদ মাদরাসায় বাদ আসর অনুষ্ঠিত দলের খাস কমিটির মিটিংয়ে উপস্থিত নেতারা এসব কথা বলেন। 

মিটিংয়ে এই ইস্যুসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দ্বি-পাক্ষিক বৈঠক করাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মিটিংয়ে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ