বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা বুধবার জানিয়েছেন, সংগঠনটির অনুমোদন ছাড়া ব্যানার ব্যবহার করে কোনো কর্মসূচি পরিচালনা করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন জেলা ও উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে প্রোগ্রাম, পোস্টারিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনার খবর সংগঠনের নজরে এসেছে।
গত ২৭ জুলাই সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ স্পষ্টভাবে কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব জেলা-উপজেলা ও ক্যাম্পাস কমিটি স্থগিত করেন। এর ফলে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ও 'সেল'-এর মাধ্যমে অনুমোদিত।
সংগঠনটি বলেছে, কেন্দ্রীয় কমিটির অনুমোদন ছাড়া কেউ এই ব্যানারের নামে কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অনুমোদনবিহীন কার্যক্রমের প্রমাণ পেলে নবগঠিত ‘লিগ্যাল সেল’-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএকে/