রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের ওপর সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের জন্য আলাদা কমিশন গঠনের দাবি জানিয়েছেন বক্তারা।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর শাপলা চত্বরে শাহবাগী মবের বিচারের দাবিতে মঞ্চ ২৪’ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা এই দাবি জানান।
সমাবেশে অন্তর্বর্তী সরকারের সমালোচনায় বক্তারা বলেন, দেশের সবখানেই সংস্কার দরকার। ইন্টারিম সরকার হানিমুন পিরিয়ড পার করেছে। বিয়ের এক বছর মানুষ হানিমুনে কাটায় কাপলরা, আপনারাও মনে হয় তাই করেছেন। তবে জনগণের টাকায় হানিমুন কাটানো চলতে পারে না।
তারা বলেন, জুলাই যোদ্ধারা এখনো যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা চেয়ারে ফেবিকল দিয়ে বসে আছেন, মাঠে-ঘাটে যেতে জানেন না।
বক্তারা বলেন, শাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করে বিচার করতে হবে। দেলাওয়ার হোসাইন সাঈদী, সালাহউদ্দীন কাদের চৌধুরীসহ যাদের বিচারিক হত্যা করা হয়েছে, সেসব মামলার পুনরায় তদন্ত এবং বিচার করতে হবে। সেই বিচারের পেছনে যারা জড়িত ছিল, তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, আমরা অতীতের ময়লা পরিষ্কার করি না বলেই দেশ দিন দিন আরও ময়লা হয়ে যাচ্ছে। সংশোধন হয় না, আর কীভাবে হবে? সেই সংশোধনের পদক্ষেপ কখনো নেওয়া হয়নি। অতীত থেকে দেখেছি, যে যখন গদিতে আসে, তারা টাইম পাস করে।
বক্তারা বলেন, পঁচাত্তরের সূর্যসন্তানদের হত্যা করা হয়েছিল। বিএনপি যদি সেই বিচার শেষ করে যেত, তাহলে আজকে দেশের এই পরিণতি হতো না। বিডিআর হত্যা, শাপলা হত্যা আসতো না। চলতো না গুম-খুন, এমনকি জুলাইয়ে গণহত্যার সুযোগও আসতো না।
রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে বক্তারা বলেন, দলগুলো গদিতে বসবে, চাঁদা নেবে আর গরু-ছাগলের মতো সব খাবে। গুরু যেমন যা পায় তাই খায়, কিছু বোঝে না—এরা একইভাবে পাথর, ইট, লোহা, সিমেন্ট সবই খায়। এটা বন্ধ করতে হলে যার যার স্থান থেকে রুখে দাঁড়াতে হবে। ভালো কথায় না হলে হাতে কিছু নিয়ে দাঁড়ান। কিন্তু ওখানেই এদের সাইজ করতে হবে।
দেশ রক্ষায় জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দেশটা আমার আপনার সবার। আইন যেখানে ব্যর্থ, আমাদেরকেই দেশটাকে রক্ষা করতে হবে। রাষ্ট্র যেখানে ব্যর্থ, আপনাকে-আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এই রাষ্ট্র আমাদের সকলের, কারও বাবার নয়।
সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমান, টকশো ব্যক্তিত্ব ড. ফয়জুল হকসহ বিশিষ্টজনেরা বক্তব্য দেন।
এসএকে/