দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন খেলাফত মজলিস কাতারসহ কয়েকটি মুসলিম দেশে ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি ইসরাইলের বর্বর হামলাকে আন্তর্জাতিক আইন ও নিয়মনীতি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে এবং অবিলম্বে কার্যকর প্রতিরোধ গড়ার জন্য মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫)অনুষ্ঠিত খেলাফত মজলিস এর কেন্দ্রীয় নির্বাহী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। সভায় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়েও নির্বাচন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে।
খেলাফত মজলিসের নেতারা সরকারের কাছে অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করার দাবি জানান। তারা বলেন, গণভোট অথবা রাষ্ট্রপতির অধ্যাদেশ এর মাধ্যমে সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপের কার্যক্রম শুরু করতে হবে। নেতৃবৃন্দ জানান, ফ্যাসিবাদী শক্তির প্রভাবমুক্ত একটি সুষ্ঠু নির্বাচনই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবে।
সভায় নেতৃবৃন্দ কাতারসহ কয়েকটি মুসলিম দেশে ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ইসরাইল সম্প্রতি কাতারসহ কয়েকটি তেলসমৃদ্ধ মুসলিম দেশে বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এভাবে গাজার মানবাধিকার লঙ্ঘন এবং গণহত্যা চালানো হচ্ছে।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির সমর্থনপুষ্ট ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আরও জোরালো পদক্ষেপ দাবি করেছে খেলাফত মজলিস।
এছাড়া সংগঠনটি ওআইসি এর সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলে, “ইসরাইলের বিরুদ্ধে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করা উচিত এবং একটি কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা উচিত।”
আজকের বৈঠকে সভাপতিত্ব করেন নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী এবং সভাটি পরিচালনা করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, সমাজকল্যাণ ও শিল্প বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, আলহাজ নুর হোসেন, হাফেজ নুরুল হক, মো: আবুল হোসেন, মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার প্রমুখ।
এসএকে/