বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

সিলেট-৫ আসন খেলাফত মজলিসের তৃণমূল প্রতিনিধি সমাবেশ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

খেলাফত মজলিস সিলেট-৫ আসনের তৃণমূল প্রতিনিধি সমাবেশে বক্তারা বলেছেন, 'সিলেটের সবচেয়ে অবহেলিত জনপদ জকিগঞ্জ-কানাইঘাটের উন্নয়ন, সর্বক্ষেত্রে ইনসাফের দৃষ্টান্ত স্থাপন ও সংসদে ইসলামের পক্ষে জোরালো ভূমিকা পালনের জন্য সিলেট-৫ আসনে মুফতী আবুল হাসানের কোনো বিকল্প নেই। এ আসনে খেলাফত মজলিস অত্যন্ত সুসংহত ও জনগণের কাছে গ্রহণযোগ্য দল। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আয়োজিত সমাবেশে খলিফায়ে মাদানী আল্লামা আবদুল গাফফার মামরখানী রহ. ও সাবেক এমপি মাওলানা ওবায়দুল হক রহ.'র স্মৃতিবিজড়িত এই আসনে দেয়াল ঘড়ির বিজয়ের লক্ষ্যে ময়দানে যথাযথ ভূমিকা পালনের জন্য কর্মীদের প্রতি নির্দেশ প্রদান কার হয়।

খেলাফত মজলিস সিলেট জেলা সহ সভাপতি ও সিলেট-৫ নির্বাচন সমন্বয় কমিটির আহ্বায়ক মাওলানা মুখলিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব  ডা: এএ তাওসীফ। 

প্রধান অতিথির বক্তব্যে ডা: এএ তাওসীফ বলেন, ‘রাব্বুল আলামিন আবাবিলের ন্যায় একদল ছাত্রকে দিয়ে আমাদের ঘাড় থেকে এক জগদ্দল পাথর সরিয়েছেন। কিন্তু স্বৈরশাসকের কবল থেকে মুক্তির পর এজাতিকে আবারো বিভক্ত করার এক সুগভীর ষড়যন্ত্র চলমান। এমুহূর্তে অনৈক্য জাতির জন্য কল্যাণকর নয়।’

জকিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদার ও কানাইঘাট উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা সহ সভাপতি মাওলানা আবদুস সালাম, জেলা শাখার উপদেষ্টা শায়খ মাওলানা নূরুল ইসলাম, সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, জকিগঞ্জ উপজেলা সভাপতি শায়খ মাওলানা আবদুল মুছাব্বির, কানাইঘাট উপজেলা সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, জকিগঞ্জ পৌর শাখা সভাপতি মাওলানা আবদুস সালাম, কানাইঘাট পৌর শাখার সভাপতি মাওলানা আবদুর রহমান, জকিগঞ্জ উপজেলা সহ সভাপতি শায়খ মাওলানা আবদুল জলীল, আহমদ আবদুল কুদ্দুস,সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের আহমদ, কানাইঘাট পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ যাকারিয়া, ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা সভাপতি শাহজাহান মোহাম্মদ শেলিম,সাধারণ সম্পাদক আহমদুল্লাহ গুলজার,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস,যুব মজলিস,শ্রমিক মজলিস ও দুই উপজেলার ১৮ টি ইউনিয়ন ও পৌর সভা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ