শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

স্কুলে গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিন: মাওলানা হামিদী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের ইসলাম বিরোধী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে ধর্মীয় ও নৈতিক শিক্ষকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী।

আজ (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ খেলাফত আন্দোলনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য ও সংগীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধর্মীয় শিক্ষক হিসাবে আলেমদের নিয়োগ দেয়ার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মাওলানা হামিদী এই কথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেন, "এদেশের প্রাথমিক বিদ্যালয়ের ৯০ ভাগ শিক্ষার্থী মুসলিম পরিবারের সন্তান। তারা কোরআন পড়তে পারে না, নামাজ সঠিকভাবে আদায় করার নিয়ম জানে না। ধর্মীয় শিক্ষা না থাকার কারণে আমাদের সন্তানরা অবাধ্য ও অসৃঙ্খল হয়ে পড়ছে, যা দেশ ও জাতির জন্য ক্ষতির কারণ হচ্ছে।" তিনি আরও বলেন, "যে সরকার মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা দিতে পারে না, সেই সরকার নাচ-গান শেখানোর জন্য তাদের বাধ্য করবে, তা দেশের মুসলমানরা মেনে নেবে না।"

মাওলানা হামিদী সরকারকে উদ্দেশ্য করে বলেন, "রাষ্ট্রের কাজ মুসলিম সন্তানদের কোরআন শিক্ষা দেয়া, এবং তাদের নৈতিক শিক্ষা প্রদান করা। যে সরকার এই দায়িত্ব পালন করতে পারে না, তারা কীভাবে শিশুদের নাচ-গান শেখাতে পারে? আমরা জানি না, তারা কোথায় এবং কাকে খুশি করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।"

তিনি আরও দাবি করেন, "প্রাইমারি স্কুলগুলোতে কোমলমতি মুসলিম শিক্ষার্থীদের শুদ্ধভাবে কোরআন শিক্ষা ও নৈতিক শিক্ষার জন্য প্রশিক্ষিত আলেম শিক্ষক নিয়োগ দেওয়া উচিত।"

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী এবং শাহিনুর আলম চৌধুরী প্রমুখ। মুফতি আবুল হাসান কাসেমী এই গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, "যদি সরকারের এই সিদ্ধান্ত বাতিল না করা হয়, তাহলে দেশব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে এবং তার জন্য সরকারকেই দায়ী হতে হবে।"

উল্লেখ্য, সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিলও বের করা হয়। মিছিলটি পল্টন মোড়ে গিয়ে বৃষ্টির কারণে সমাপ্ত হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ