বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

‘ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতির নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শেখ মোঃ নাসির উদ্দিন ( খুলনা প্রতিনিধি)

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, "ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প নেই।" তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, "কোনো ফ্যাসিস্ট যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

আজ (শুক্রবার) খুলনার নিউমার্কেট চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্বক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। শায়েখে চরমোনাই বলেন, "জুলাই অভ্যুত্থানের পর, হাজারো প্রাণের বিনিময়ে এই দেশের মানুষ ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখন আবার কিছু নতুন ফ্যাসিস্ট চরিত্র মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে।"

মাওলানা ফয়জুল করীম আরও বলেন, "পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। আমরা অতীতে দুর্নীতি, চাঁদাবাজি, এবং খুনিদের নেতৃত্বে দেশকে দেখতে পেয়েছি। আগামীতেও যদি আবার চাঁদাবাজরা ক্ষমতায় আসে, তা হবে না। মানুষ তাদের আর ক্ষমতায় আসতে দেবে না।"

তিনি আরও বলেন, "চব্বিশের গণঅভ্যুত্থানের পর, এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে নিয়ে আসার। এ দেশের মানুষ বিভিন্ন দল ও রাষ্ট্র পরিচালনা পদ্ধতি দেখেছে। এখন সময় এসেছে ইসলামী আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করার।"

গণসমাবেশে বক্তৃতায় তিনি আরো বলেন, "৫৩ বছরের নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, সেই ব্যর্থ ব্যবস্থার পুনরাবৃত্তি করলে কিছুই পরিবর্তন হবে না। সেজন্যই পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে।"

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আরও বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুজিবুর রহমান শামীম, আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগর সেক্রেটারী এডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, বাংলাদেশ খেলাফত মজলিস খুলনা মহানগর সভাপতি মাওঃ শরীফ সাইদুর রহমান, সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

শায়েখে চরমোনাই বলেন, "আমাদের দেশটি আবারও স্বাধীনতা রক্ষা করতে প্রস্তুত। প্রয়োজনে রাজপথে নামতে হবে। এখন আর ফ্যাসিস্টদের ক্ষমতায় আসার সুযোগ দেয়া হবে না।"

সমাবেশ শেষে বিশাল একটি মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ