বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

শাপলা-গণহত্যায় শহীদ পরিবারকে রাষ্ট্রীয় ভাতার দাবি ইবনে শাইখুল হাদিসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ ও চব্বিশের গণআন্দোলনের শহীদ পরিবার যেমন সরকারি ভাতা পেয়ে আসছে, তেমনি ২০১৩ সালের শাপলা-গণহত্যায় শহীদ হওয়া পরিবারের প্রতিও রাষ্ট্রীয়ভাবে নিয়মিত ভাতা প্রদান করতে হবে।

আজ বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে “শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম”-এর মাসিক সহায়তা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান বলেন,“শাপলার শহীদরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে দিয়েছেন। তাদের পরিবারকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত সহায়তা দেওয়া শুধু নৈতিক দায়িত্বই নয়, বরং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দেওয়ার জন্য শহীদদের ত্যাগের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।”

অনুষ্ঠানে কয়েকজন শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ধাপে ধাপে সব শহীদ পরিবারকে এই কার্যক্রমের আওতায় আনা হবে এবং ইনশাআল্লাহ মাসিক সহায়তা নিয়মিতভাবে চলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ এবং মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান।

বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু থেকেই শাপলা স্মৃতি সংসদ আহত ও শহীদ পরিবারের পাশে ছিল এবং ভবিষ্যতেও আরও শক্তিশালীভাবে তাদের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ