রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৭ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


যুগপৎ কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সমমনা আট দল ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি দল পৃথকভাবে সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। এরই ধারাবাহিকতায় আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস এক সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করেছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন এবং চার দফা দাবির আদায়ে যুগপৎ কর্মসূচির ঘোষণা করবেন। দাবিগুলো হলো

১. জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন।

২. আওয়ামী লীগের দোসর ও আধিপত্যবাদী ভারতের এদেশীয় এজেন্ট জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধকরণ।

৩. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

৪. আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়, ৫৯/৩/৩, পুরানা পল্টন, ৫ম তলা, ঢাকা-১০০০। (জাতীয় ক্রীড়া পরিষদের বিপরীতে) রোববার বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সংবাদ কাভার করতে সংবাদকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ