রবিবার, ১১ জানুয়ারি ২০২৬ ।। ২৬ পৌষ ১৪৩২ ।। ২২ রজব ১৪৪৭


পটিয়া মাদরাসার মাওলানা আহমদ উল্লাহ-এর ইন্তেকালে জমিয়তের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রামের প্রখ্যাত আলেম, জামিয়া ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস ও সদরে মুহতামিম মাওলানা আহমদ উল্লাহ রহ. এর ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। আজ রোববার সকালে চট্টগ্রামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক জানান।

নেতৃদ্বয় শোকবার্তায় বলেন,মাওলানা আহমদ উল্লাহ রহ. ছিলেন এ দেশের হকপন্থী আলেম সমাজের এক উজ্জ্বল বাতিঘর। তিনি আজীবন ইলমে দ্বীন, হাদিস, তাযকিয়া ও তাকওয়ার খেদমতে নিয়োজিত ছিলেন। তাঁর ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন খাঁটি দ্বীনদার আলেমকে হারালো।

জমিয়তের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, ছাত্র-অনুরাগী ও মুরিদদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।  

তারা বলেন, আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং তাঁর অবদানকে কবুল করে আমাদের জন্য অনুকরণীয় করে রাখুন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ