বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

কিছু ভিন্নমত থাকলেও জুলাই সনদে সই করতে আগ্রহী ইসলামী আন্দোলন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কিছু বিষয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও জাতীয় ঐক্য ও সমঝোতার স্বার্থে জুলাই সনদে সই করতে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। 

রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। 

মাওলানা গাজী আতাউর রহমান জানিয়েছেন, অনেক আলাপ-আলোচনা ও তর্ক-বিতর্কের পরে জুলাই সনদের একটা খসড়া চূড়ান্ত হয়েছে। এর কিছু বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিন্নমত আছে। তথাপিও জাতীয় ঐক্যের স্বার্থে, জাতির স্বার্থে ও সমঝোতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাই সনদে স্বাক্ষর করতে আগ্রহী, তবে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, প্রধান উপদেষ্টা আনন্দচিত্তে ও স্বতস্ফুর্ত নির্বাচনের কথা বলেছেন। আমরা মনে করি এটা তখনই হবে যখন সংস্কার সুসম্পন্ন করা যাবে এবং বাস্তবায়ন করা যাবে এবং যখন দেখা যাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে, ভোটারদের ভোটের মূল্যায়ন হচ্ছে এবং পিআর পদ্ধতিতে ভোট হচ্ছে। প্রধান উপদেষ্টা আশংকা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না হলে বিপদ আসবে। আমরাও সেটা মনে করি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে একটি প্রস্তাব এসেছে। আমরা সেই প্রস্তাবের সমর্থন করেছি। কারণ জুলাই সনদের খসড়া চুড়ান্ত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি এখনো সম্পন্ন হয় নাই। বাস্তবায়ন প্রক্রিয়াও ঝুলন্ত আছে। এমতঅবস্থায় ঐকমত্য কমিশনের কার্যক্রম ক্লোজ করা যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই কমিশনের কাজ সমাপ্ত হবে না।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ