শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে দাওয়াতি সফর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলামের ডাকা উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে দলটির নেতারা ফেনী, নোয়াখালী ও লক্ষীপুরে দাওয়াতি সফর করেছেন। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সম্মেলন বাস্তবায়নের সদস্য ও জমিয়তের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারীর নেতৃত্বে দাওয়াতি কাফেলা ফেনী জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে যায়।

ফেনী জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রশিদীয়া, লস্করহাটের মুহতামিম মুফতি শহিদুল্লাহকে দাওয়াত দেওয়া হয় এবং জামিয়া ইসলামিয়া সোলতানিয়া লালপোল ফেনী মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলার দায়িত্বশীলদের মাঝে দাওয়াতি কাজ বণ্টন করে দেওয়া হয়। তারা নিজ নিজ জেলায় সম্মেলন সফলের লক্ষে দাওয়াতি কাজ করবেন।

নেতারা উপস্থিত সকলকে উদ্দেশ্যে করে বলেন— জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কতৃক আহুত আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে উক্ত সম্মেলনে উপস্থিত হয়ে সফল করার আহবান জানান।

কেন্দ্রীয় প্রতিনিধি দলে আছেন— কেন্দ্রীয় জমিয়তের সহ প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক  মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, কুমিল্লা জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা ওয়ালীউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মারুফুর রহমান, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা কাউসার আহমাদ, ছাত্রনেতা আমিনুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা জমিয়তের আহবায়ক মাওলানা আব্দুল কাইয়ুম, জেলা সদস্য সচিব মাওলানা আব্দুল আজিজ, জেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা ফয়জুল্লাহ, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ, মাওলানা হাফেজ শরিফ উদ্দিন প্রমূখ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ