শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


হেফাজত নেতার সুস্থতা কামনায় জামায়াত আমির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা তাজুল ইসলাম অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে জামায়াত আমির লিখেছেন, ‘চট্টগ্রামের ফিরোজশাহ মাদরাসার বড় হুজুর, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হযরত মাওলানা তাজুল ইসলাম দামাত বারাকাতুহু অসুস্থ হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ওস্তাদের ওস্তাদ, দ্বীনের এই রাহবারকে মেহেরবানি করে সুস্থতার পূর্ণ নেয়ামত এনায়েত করুন।’

তিনি আরও বলেন, দ্বীনের খেদমতে তাঁর বাকি জিন্দেগি কবুল করুন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ