সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ ।। ১৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার প্রশিক্ষণ সভা গাজীপুরে একদিনে ৩ স্থানে আগুন, পুড়ল গোডাউন ও বাড়িঘর ‘নির্বাচনে অনিশ্চয়তা দেখা দিলে সরকারকে এর দায় নিতে হবে’ দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে : মির্জা ফখরুল বরিশালে আট দলের সমাবেশে ১০ লাখ লোক উপস্থিতির টার্গেট কড়াইলের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৩৫ লাখ টাকা ঋণ মওকুফ করেছে আশা খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে এলো বিদেশি মেডিকেল টিম নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলেই প্রার্থিতা বাতিল: ইসি আনোয়ারুল জোড় ইজতেমায় তাবলিগের আরেক সাথীর ইন্তেকাল ‘তারেক রহমান এখনো ভোটার হননি, তবে আবেদন সাপেক্ষে ভোট দিতে পারবেন’

বরিশালে আট দলের সমাবেশে ১০ লাখ লোক উপস্থিতির টার্গেট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উক্ত আদেশের উপর প্রণীত গণভোট আয়োজনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত আট দলের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১২টায় ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই। সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সোমবার (১ ডিসেম্বর) বরিশাল সদর রোডের হোটেল কিংফিশারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আট দলের নেতারা সমাবেশের প্রস্তুতি ও সার্বিক বিষয়ে অবহিত করেন।

সমাবেশের প্রেক্ষাপট জানিয়ে বলেন, জাতীয় সনদ বাস্তবায়ন, উন্নত নৈতিকতাসমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসন প্রতিরোধ এবং সর্বশ্রেনীর মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করতে আমরা এই সমাবেশের ডাক দিয়েছি।

একই সাথে ৫ দফা পুনরায় তুলে ধরেন নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবিসমূহ হচ্ছে,

১. জুলাই সনদ বাস্তবায়নের জন্য আদেশ জারি।

২. উক্ত আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান।

৩. পিআর পদ্ধতিতে নির্বাচন ও সকল পর্যায়ে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি।

৪. জুলাই গণঅভ্যুত্থান, শাপলা ট্রাজি ও বিডিআর গণহত্যায় সংশ্লিষ্ট সকল মানবতাবিরোধী অপরাধীর বিচার।

৫. জাতীয় পার্টিসহ ১৪ দলের সকল ফ্যাসিবাদের দোসর ও সহযোগীদের বিচারের আওতায় আনা এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখা।

প্রস্তুতির বিষয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা আশা করছি ১০ লক্ষ মানুষের সমাগমে এই সমাবেশ বরিশালে জনসমুদ্র রূপ নিবে এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে, ইনশাআল্লাহ।

সমাবেশের নিরাপত্তার জন্য প্রায় ৩০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। এছাড়াও আগত মুসুল্লিদের জন্য সেনিটেশন ও অজুর ব্যবস্থা থাকবে। পার্কিং এর জন্য স্থান নির্ধারন করা হয়েছে,গাড়ি পার্কিং স্থান সমূহ হলো সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ মাঠ,পরেশ সাগর মাঠ,সি এন্ড বি রোড, আমতলা পানির ট্যাংকি এড়িয়া,হেমায়েত উদ্দীন ঈদগাহ, ক্লাব রোড;নৌ পার্কিং স্থান হলো -লঞ্চঘাট,ডিসি ঘাট, চাঁদমারী খেয়া ঘাট।

সমাবেশকে শান্তিপূর্ণ রাখার বিষয়ে নেতৃবৃন্দ বলেন, আমরা শান্তিপূর্ণ সমাবেশের অঙ্গীকার করছি,ইনশাআল্লাহ। এই সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় সম্পন্ন হবে—এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা কারও প্রতি সংঘাত বা উস্কানির রাজনীতি চাই না; বরং সত্য, শান্তি, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠা—এটাই আমাদের লক্ষ্য।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাড.মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দীন মুহাম্মাদ বাবর, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার, বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা মো:জোবায়ের গালিব,মহানগর সভাপতি মাওলানা রাকিবুল ইসলাম,খেলাফত মজলিস বরিশাল জেলা সভাপতি মাওলানা আব্দুল কাদের,জাতীয় গনতান্ত্রিক পার্টি বরিশাল জেলা সভাপতি মুহাম্মদ মনির হোসেন সহ সমমনা ৮ দলে বরিশাল জেলা ও মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ