শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

শোফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আপেল মাহমুদ
অনলাইন এক্টিভিস্ট

apel_mahmud

আমার কিউট বউটা কানতেছে। ঘটনা গুরুতর না। একটু আগে ও আমাকে জিজ্ঞেস করছে, শোফার কুশন কই?
-কী?
-কুশন।
-কিসের?
-শোফার।
-কিসের?
-শোফার।
-হায় খোদা। শোফা নারে সোফা।
-শোফা।
-সাকিব।
-সাকিব।
-সোফা।
-শোফা।
-সালমান।
-সালমান।
-সোফা।
-শোফা।

ইয়া মাবুদ। রক্ষা করো। এমনিতেই এ এর উচ্চারণেও সমস্যা। যেমন: মেজাজ-ম্যাজাজ, মেকাপ-ম্যাকাপ, দেহ-দ্যাহ, মেকানিক্যাল-ম্যাকানিক্যাল। এসব ঠিক করে দিলে সাথে সাথে ঠিক হয়ে যায় কিন্তু এই শোফাকে কিছুতেই সোফা করতে পারতিছিনা। এইটা ওর একার সমস্যা না। ওদের বাসার অনেকের এই সমস্যা আছে। গত ঈদে আমি আমার শালাকে টিকেট করতে বলছিলাম। ও আমাকে ফোন দিয়ে বলল, ভাইয়া বাশ নাই।

-কী?
-বাশের টিকেট নাই।
-কিসের?
-বাশের বাশের।

আমি আর কিছু কইনাই। দেখা হলে সংশোধন করে দেবো সে সুযোগও নাই। কারন এত বড় ছেলেকে বললে কী না জানি কী ভেবে বসে (স্ট্যাটাস দেখলে ঠিক করে নিও)।

বউয়ের কথায় আসি। গত সপ্তাহে সে তার মোবাইলটা আছাড় মেরে ভাঙ্গছে। আমার পানির মত সরল সোজা বউ যে কোনদিন মোবাইল আছাড় মেরে ভাঙ্গবে তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারিনাই। ঘটনা হইলো ওর আর আমার কোন একটা বিষয়ে প্রচন্ড ঝগড়া লাগছিল। আমি অনেক চেষ্টা করেও ওকে থামাইতে পারিনাই। এক পর্যঅয়ে রেগে গিয়ে বললাম, Sick এর মত আচরন কইরোনা প্লিজ! এইটা শোনার পর বউ কিউট কইরা রাগ হইয়া কইলো, হ্যাঁ আমি শিক আমি শিক!

আর কী, ঐ সিরিয়াস মোমেন্টে আমি হাইসা দিছি। আর আমার হাসি দেইখা বউ মোবাইল আছাড় মারছে।

যাই, শোফার কুশন খুজিঁ গিয়া।

আপেল মাহমুদ এর ফেসবুক টাইমলাইন থেকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ